Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সেফটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিক নিহত হয়েছে। জেলা শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হায়দার আলির বাড়ির সেফটিক ট্যাংক মেরামত ও পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া ও মেরী গোপিনাথপুর গ্রামে।

শুক্রবার দুপুর দেড়টায় উদ্ধার কাজ শেষ করে ফায়ার সার্ভিসের লোকজন তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মিহির মজুমদার নামের একজন শ্রমিক জানান, একই সঙ্গে তারা ৯ জন নির্মাণ শ্রমিক কাজ করেছিলেন ওই সেফটিক ট্যাংক মেরামতে। এ সময় প্রথমে জাহিদুল ইসলাম (২০) নামের এক শ্রমিক মই দিয়ে ভেতরে নামেন। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তিনি বেরিয়ে না আসায় নূর ইসলাম (২২) নামের অপর এক শ্রমিক ভেতরে নেমে তিনিও আর উপরে উঠে না আসায় সুমন মিয়া (৩৫) আগের দুইজন কী করছেন তা দেখার জন্য মই বেয়ে নিচে নেমে আর ফিরে আসেননি।

বিষয়টি বুঝতে পেরে অন্য শ্রমিক ও এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন। সেফটিক ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে ওই শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version