যুক্তরাজ্যে বসবাসতরত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রাম নিয়ে গঠিত সার্কেল ২৫ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়শনের পরিচালনা পরিষদ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার বার্মিংহাম এর এক রেস্টুরেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব মুখলিছ মিয়া। বিনাপ্রতিন্ধন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচন হন আবু তাহের জিম্মাদার. সহসভাপতি পদে সৈয়দ কবির আহমদ ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল কাদির বুলবুল। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: এখলাছুর রহমান জিম্মাদার, ছুরুক মিয়া ফারুক, সৈয়দ মওসুদ হোসেন, রাসেল আহমদ ও অ্যাডভোটেক জুয়েল আহমদ তালুকদার। এউপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ শফিক আলী, জাকারিয়া আহমদ, কাপ্তান আহমদ. সাইফুর রহমান, বাবুল মিয়া, আকমল হোসেন, শামীম জিম্মাদার, সাহেল জিম্মাদার, সৈয়দ শাহনুর আহমেদ, সৈয়দ সুহেব আহমদ সেলিম কামালী, কামাল জিম্মাদার, আপ্তাব মিয়া পাকি,সফিক মিয়া,মিনার খান, আব্দুল হাই, কাসেম আহমদ, ফরহাদ জিম্মাদার, কাওছার আহমদ, গুলাম মস্তফা, সামু জিম্মাদার সহ আরো অনেকে।সভায় বক্তারা বলেন, আর্থ মানবতার সেবায় সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করতে চায়। শুধু তাই নয়, ইউনিয়নের ১১টি গ্রামের যুব সমাজকে উন্নয়নমূলক কাজে লাগিয়ে আদর্শ ইউনিয়ন গঠনে কাজ করবে এই সংগঠন। এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নির্মাণে যুগান্তকারী ভুমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন।
এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কমিশন সুপারিশ প্রদান করেছেন।