স্টাফ রিপোর্টার-সৈয়দপুর সোস্যল নেটওয়ার্ক ইউকে কর্তৃক সৈয়দপুরের শিক্ষা প্রতিষ্ঠান; সৈয়দপুর দারুল হাদীস মাদরাসা, আলীয়া মাদরাসা, শামছিয়া দারুল হাদীস মাদরাসা, শাহ শামছুদ্দীন দারুল হাদীস মাদরাসা, পাইলট উচ্চ বিদ্যালয়, আইডিয়াল গার্লস হাইস্কুল, ইমদাদুল উলুম নূরানী মাদরাসা, লাইসিয়াম কিডার গার্ডেন ও শাহ ওয়ালী উল্লাহ নূরানী একাডেমীসহ মোট ৯টি প্রতিষ্ঠান, জামে মসজিদ ও পাঞ্জেগানা মসজিদের ইমাম-মোয়াজ্জিন মোট ৪৫জন, মরহুম শিক্ষক পরিবার এবং শিক্ষক-কর্মচারীসহ মোট ৪৫জন এবং ছয় পাড়ার মোট ৫৩০টি পরিবারে নগদ ৭,০০,০০০/সাত লক্ষ টাকা বিতরণ করা হয়। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসায় সৈয়দপুর সোস্যাল নেটওয়ার্ক ইউকের বাংলাদেশের প্রতিনিধিদের মাধ্যমে প্রতিবছরের ন্যায় বৃহস্পতিবার দুপুর ১২.টায় অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ এর পরিচালনায় এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দ কাওসার আহমদ, সৈয়দ শিব্বির আহমদ সদরুল, হাফিজ মাওলানা সৈয়দ মনির আহমদ, হাফিজ মাওলানা জামিল আহমদ, সৈয়দ মিজান আহমদ, সৈয়দ সাবির আহমদ, সৈয়দ এহসান আহমদ রুমেল, সৈয়দ আইদ আহমদ ও সৈয়দ একরামুল ইসলাম।