Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সৈয়দপুর আদর্শ কলেজে বিতর্ক প্রতিযোগিতা সমপন্ন

সৈয়দ মোস্তাক সৈয়দপুর থেকে::জাগ্রত কন্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদ, সুনামগঞ্জ কর্তৃক সৈয়দপুর আদর্শ কলেজে স্কুল ভিক্তিক বিতর্ক প্রতিযোগিতা পরিষদের সভাপতি কবি সহিদ মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক এম জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিতহয়। এতে প্রধান অতিথি ছিলেন রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান, রানীগঞ্জ কলেজের প্রভাষক অাবু খালেদ, শাহজালাল কলেজের প্রভাষক অাবু তাহের, মাসিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সমাজকর্মী ও শিক্ষানুরাগী মনসুর খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোস্তাক অাহমদ, প্রভাষক মিজান আহমদ, প্রভাষক সমীর সূত্রধর, মাস্টার লেবু মিয়া, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাজ উদ্দীন, মাস্টার নুর মোঃ জুয়েল, কামরুল হাসান, মুজিবুর রহমান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় রানীগঞ্জ কলেজের বিপক্ষে সৈয়দপুর আদর্শ কলেজ, পুর্ব বুধরাইল-আউদত মাদরাসার বিপক্ষে শাহজালাল জামেয়া দ্বীনিয়া জগন্নাথপুর এবং ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে শ্রীরামসি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। সৈয়দপুর আদর্শ কলেজ থেকে প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন মোঃ আব্দুল মালিক (দলনেতা) শাহরিয়ার অাহমদ জাহেদ (প্রথম বক্তা) মোঃ শহীদুল ইসলাম (বক্তা) মোঃ দুলাল আহমদ (সচিব) বাবলী রানী সূত্রধর (সচিব)।

Exit mobile version