স্টাফ রিপোর্টার – জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আর্দশ কলেজ এমপিও ভূক্ত করায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দপুর আর্দশ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবুল কাশেম। এক অভিনন্দন বার্তায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম বলেন, শিক্ষাবান্ধব জনপ্রতিনিধি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর ঐকান্তিক প্রচেষ্টায় সৈয়দপুর আর্দশ কলেজ আজ সু প্রতিষ্ঠিত হয়েছে। নানা সংকটে সৈয়দপুর আর্দশ কলেজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল সেখান থেকে বহুতল ভবন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের মাধ্যমে কলেজ কে সু প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখেন।তাই সৈয়দপুর বাসীর পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।