Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্কলার্সহোমে বোমা সদৃশ্য বস্তু দশম শ্রেণীর ছাত্রের কৌতুহলী কান্ড তোলপাড়

সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীর টিভিগেইট এলাকায় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের সিঁড়ির নিচে বোমা সদৃশ্য বস্তু রেখে আতঙ্ক ছড়িয়েছিল ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র এবাদুর রহমান। কৌতুহলবশত এ কাজটি সে করেছিল বলে দাবি করেছেন স্কলার্সহোম’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী।

বুধবার সকালে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধারের পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জুবায়ের সিদ্দিক বলেন- দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের দৃশ্য টেলিভিশনে দেখে এবাদুর রহমান নামের ওই ছাত্রটি কৌতুহলী হয়ে ওঠে। সে কৌতুহলবশত এ কাজটি করেছে। কাগজের মধ্যে এয়ারফোনের তার রেখে তাকে টেপ মুড়িয়ে বোমার মতো করে স্কুলের সিঁড়ির নিচে রেখেছিল। স্কুল কর্তৃপক্ষের কাছে সে বিষয়টি স্বীকারও করেছে।

তিনি আরও জানান- এ ঘটনার সাথে নাশকতা বা রাজনৈতিক সংশ্লিটতা নেই। যে ছাত্রটি এ কাজ করেছে সেও কোন রাজনৈতিক দল বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। কেবলমাত্র কৌতুহলবশত সে এ কাজটি করেছে।

ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী আরও জানান- এ ঘটনার পর স্কুল ছাত্র এবাদুর রহমান পুলিশ হেফাজতে রয়েছে। তাকে স্কুল থেকেও বহিস্কার করা হবে। –

Exit mobile version