Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্ত্রীকে লাগেজে ভরে সীমান্ত পাড়ি দিতে গিয়ে দম্পতি আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- স্ত্রীর পাসপোর্ট না থাকায়, তাকে লাগেজে ভরেই সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হয়েছেন এক ফরাসি-রাশিয়ান দম্পতি। এক ফরাসি নাগরিক বিয়ে করেছেন রাশিয়ায়। স্ত্রীকে তিনি নিয়ে যেতে চাইলেন নিজ দেশ ফ্রান্সে। কিন্তু স্ত্রীর পাসপোর্ট না থাকায় বাঁধলো বিপত্তি। কেননা, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের নাগরিকরা এক দেশ থেকে আরেক দেশে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন। কিন্তু রাশিয়া যেহেতু ইইউর সদস্য নয়, সেহেতু স্ত্রীকে নিয়ে বিনা পাসপোর্টে ফ্রান্সে নিয়ে যাওয়া সম্ভবও নয়। অগত্যা এক কূটবুদ্ধি আঁটলেন বর। নিজের স্ত্রীকে বড় আকারের একটি লাগেজে ঢুকিয়ে নিয়ে যেতে চাইলেন ফ্রান্সে। কিন্তু পোল্যান্ডে এসেই ধরা খেয়ে গেলেন এ দম্পতি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত টেরেসপাল শহরের একটি রেলস্টেশন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র দারিউসজ সিইনিক্কি জানান, ওই ব্যক্তির বিশাল লাগেজ দেখে কর্মরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে লাগেজ খুলে দেখা গেল ভেতরে আছে জলজ্যান্ত এক নারী! এখন পর্যন্ত ওই নারী সুস্থ আছেন বলে জানালেন তিনি। এমনকি তার চিকিৎসারও প্রয়োজন হয়নি। জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছেন, রাশিয়ার রাজধানী মস্কো থেকে ট্রেনে চড়ে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন তারা। পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বেলারুশে ফেরত পাঠানো হবে। তবে রাশিয়ান স্ত্রীকে ফ্রান্সে নিয়ে যেতে চাইলে এত কঠিন উপায় না বের করলেও হতো ফরাসি বরের। কেননা, ইইউভুক্ত দেশের নাগরিকরা বাইরের দেশীয় স্বামী বা স্ত্রীকে পাসপোর্ট ছাড়াই দেশে নিয়ে আসতে পারেন। তবে এ ক্ষেত্রে নিজেদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ দিতে হয়। কিন্তু সেটি না করে অবৈধ পথই বেছে নিয়েছিলেন ওই দম্পতি। এর ফলে তাদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।

Exit mobile version