Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা যতবেশী দক্ষ ও সৃজনশীল হবেন জনগন ততবেশী সেবা পাবেন-দেবজিৎ সিংহ

সুহেল হাসান কলকলিয়া থেকে:: স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক দেবজিৎ সিংহ বলেন,স্থানীয় সরকার জনগনের কাছের সরকার। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা যতবেশী দক্ষ ও সৃজনশীল হবেন জনগন ততবেশী সেবা পাবেন। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন যত দিন যাবে স্থানীয় সরকার ব্যবস্থা তত শক্তিশালী হবে। তিনি স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে আইন কানুন বিধি বিধান মেনে কাজ করার আহ্বান জানান। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ছয় শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা গভ্যন্যন্স প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান,ইউনিয়ণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর রবিউল করিম নাসিম প্রমুখ। পরে তিনি ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের উদ্ধোধন করেন।

Exit mobile version