জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জ শহরের জেলা সদর আধুনিক হাসপাতালের সামন থেকে টমটম চুরির দুই ঘন্টার মধ্যে দুই চোরসহ টমটম উদ্ধার করেছে সদর থানাপুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওস) অজয় চন্দ্র দেব।
তিনি জানান- শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সদর হাসপাতালের সামন থেকে একটি টমটম চুরি হয়। পরে বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক টমটম উদ্ধারে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে রাত ১২ টার দিকে শহরতলীর ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে টমটম উদ্ধারসহ আটক করা হয় দুই চোরকে। এর মধ্যে একজন নারী রয়েছে।
তারা হলো- জেলার চুনারুঘাট উপজেলার পাচগাও গ্রামের ইয়াকুব আলীর পুত্র মিজানুর রহমান (৩৩) ও তার স্ত্রী জুলি আক্তার (২৫)।
ওসি জানান- আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন সদর উপজেলার শিয়াল দাড়িয়া গ্রামের রশিদ মিয়া। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।