Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে ধান ভাঙ্গার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে ধান ভাঙ্গার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনতৈল গ্রামের আব্দুর রহমানের ছেলে অলিদ মিয়ার ধান ভানেন একই গ্রামের সুনারই মিয়ার ছেলে কামাল মিয়া। ধান ভানার (ভাঙ্গা) আগে প্রতিমন ধান ভানতে ৩০ টাকা দেয়ার কথা থাকলে ভানার (ভাঙ্গা) পর তিনি প্রতিমন ৪০ টাকা দাবী করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

আহতরা হলেন- রহিমান আক্তার, আব্দুল কাদির, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, কামাল মিয়া, পেয়ারা খাতুন, বসির মিয়া, আলী আজগর, বাবুল মিয়া, আজিজুল ইসলাম, জলিল মিয়া, নাজমা আক্তার, আব্দুল হেকিম, রাজিয়া আক্তার, জাহানারা আক্তার, নেছা আক্তার, আল আমীন, আব্দুল করিম, শাহফর মিয়া।

এর মধ্যে- আব্দুল করিম ও সাফফর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনার খর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তাছাড়া পূণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version