জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হল- উত্তর সাঙ্গর গ্রামের আমরুল মিয়ার শিশু কন্যা ফাতেমা আক্তার (৪) ও এমরান মিয়ার সাড়ে ৩ বছর বয়সি কন্যা মাহমুদা আক্তার। সম্পর্কে তারা চাচাতো বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান- উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে মাহমুদা ও ফাতেমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পারে বসে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে তারা সকলের অগোচরে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এসময় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে চারপাশ।
বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।