1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হবিগঞ্জে বিল দখল নিয়ে রণক্ষেত্র/ টর্চ জ্বালিয়ে চলে সং ঘ র্ষ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

হবিগঞ্জে বিল দখল নিয়ে রণক্ষেত্র/ টর্চ জ্বালিয়ে চলে সং ঘ র্ষ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে সিলেট উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আঁধারে প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে লাখাই থানার (ওসি) বন্দে আলী জানান, বিল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com