Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে ৪ শিশু খুনিদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জে চার শিশু খুনের ঘটনায় হত্যাকীরাদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান। তিনি বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শ্ন কালে এ ঘোষনা দেন। তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

নবীগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের কামাইছড়া নদীর তীরে বালুর নিচ থেকে নিখোঁজের পাঁচ দিন পর একই গ্রামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার সকালে সকালে স্থানীয়রা বালির স্তূপের নিচে থেকে শিশুদের হাত-পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহুবলের সুন্দ্রাটিকি এলাকার একটি বালুর গর্ত থেকে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে।

এর আগে শুক্রবার তারা নিখোঁজ হয়।

নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

Exit mobile version