Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসাটি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে-ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার:: হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসাটি এলাকার শিক্ষা বিস্তারে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাবলিক পরীক্ষায় মাদরাসাটির পাশের হার এবং পড়াশুনার গুনগতমান অত্যন্ত সন্তোষজনক। উপজেলায় ফাযিল স্তরের একমাত্র মাদ্রাসা হিসাবে এটির যথেষ্ট সুনাম রয়েছে। মাদ্রাসাটির অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র ছাত্রীদের পড়াশুনায় সহায়ক ভূমিকা পালন করছে। ফাযিল ১ম বর্ষের প্রথম পাঠদান উপলক্ষে গতকাল বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর এ কথাগুলো বলেন।
মাদরাসা অধ্যক্ষ মোঃ আব্দুল হাকীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ আব্দুল মনাফ বলেন, আজকের এই অনুষ্ঠান সত্যিই আনন্দময়। এ ধরনের মহতি অনুষ্ঠান শিক্ষার প্রসারে মাইল ফলক। মাদ্রাসাটির সার্বিক কর্মকান্ডে আমি অভিভূত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিন, প্রভাষক আব্দুর রউফ, আহমদ মিয়া, প্রভাষক আব্দুল করিম ফারুকী, মাদ্রাসার ছাত্র বেলাল আহমদ, শামীম আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মন্নান, সহকারী অধ্যাপক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক মোঃ জমিল আহমদ, প্রভাষক মমতাজ নাছরীন, প্রভাষক, মিস নাজমিন নাহার, মাষ্টার শাহাব উদ্দিন, মাওলানা মোঃ ছানাওর আলী, মাষ্টার মোঃ মাজহারুল ইসলাম, আছমা বেগম, মোঃ আজমল হোসাইন, মোঃ লুৎফুর রহমান, মোঃ মাহমুদুল হাসান, সমাজ সেবক মোঃ আলকাব আলী, মাহমুদ আলী। মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মোঃ মিজানুর রহমান। মাদ্রাসা অধ্যক্ষের পবিত্র জালালাইন শরীফ থেকে কিছু অংশ পাঠের মধ্য দিয়ে ফাযিল ১ম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হয়। অতঃপর পবিত্র মিলাদ মাহফিল শেষে ছাত্র ছাত্রীদের, মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ আলী হোসাইন।

Exit mobile version