Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে পৌর মেয়র আব্দুল মনাফকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফকে নিজ গ্রাম হবিবপুরবাসীর উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে আলী কমিউনিটি সেন্টার সামনে হবিবপুর গ্রামবাসীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গনসংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি শাহ মোঃ সমছু মিয়া। জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিবপুর গ্রামের কৃতিসন্তান সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তৈয়ব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডঃ তোফায়েল আহমদ রুমি, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবীদ এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কবি নাজমুল ইসলাম, সংবাদকর্মী শাহাজান মিয়া, যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা আব্দুস শহীদ ইব্রাহিম আলী,সাবেক ফুটবলার মাহমুদ আলী, কবি দিলদার হোসেন দিলু, হাসপাতাল পয়েন্ট ব্যবসায়ী সমিতির নেতা জামাল আহমদ,সাবেক মেম্বার সাদিকুর রহমান সাদেক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তৈয়ব চৌধুরী, বলেন, হবিবপুর গ্রামটি নানা কারণে ঐতিহ্যের দাবিদার। এই গ্রামের সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি। তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন। তাই সোনার মানুষ গড়তে শিক্ষিত জাতি গঠন করতে হবে। এই জন্য জনপ্রতিনিধি হিসেবে জগন্নাথপুর পৌরসভার মেয়রকে শিক্ষার ওপর বিশেষ নজর দিতে হবে। সংবর্ধিত অতিথির বক্তব্যে মেয়র আব্দুল মনাফ বলেন, হবিবপুর গ্রামের সন্তান হিসেবে আমি বিগত চারটি পৌরসভা নির্বাচনে অংশ নেই। দুইবার মেয়র নির্বাচিত হলেও পৌরবাসী এই গ্রামের সন্তান হিসেবে আমাকে প্রতি নির্বাচনেই মুল্যায়ণ করেছেন। আমি পৌরবাসীর কল্যাণে কাজ করতে সর্ব্বাত্ব প্রচেষ্ঠা চালাব। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পৌরসভার উন্নয়নে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি আশা করি আপনাদের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে পারব। সংবর্ধনা অনুষ্ঠানে হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়। এরআগে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়।

Exit mobile version