তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি-
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারী অধিকার ও নারী শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। নারীদের স্বাবলম্বী হওয়ার দিক নির্দেশনা রয়েছে। তিনি বলেন, হাওরাঞ্চলের নারীদের কর্মমূখী শিক্ষা নিশ্চিত করতে কারিগরি শিক্ষা প্রতিষ্টান গড়ে তোলা হবে। নারীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে তাদের জন্য বিনাসুদে ঋণের দেওয়া হবে।
শনিবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামে আয়োজিত এক নারী সমাবেশে তিনি উপর্যুক্ত কথাগুলো বলেছেন। এ সময় উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবীদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শনিবার দিনভর উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নে একত্রিশ দফার প্রচারণায় গণসংযোগ ও পথসভা করে।