ফসল নষ্ট হলে হাওরাঞ্চলের সাধারণ পরিবারগুলোর কষ্টের শেষ থাকে না। কারণ সোনালি ধান ঘরে ওঠা মানেই বছরজুড়ে ভাতের যেমন নিশ্চয়তা, তেমনি ধান বিক্রিতেই মিটে পরিবারের অন্যান্য ব্যয়। মূলত ছয় মাস হাওরাঞ্চলে পানি থাকে। সেখানে প্রচলিত কথা হলো, বর্ষায় নাও আর হেমন্তে পাও। পুরো ছয় মাস হাওরাঞ্চলের মানুষের একমাত্র আয় মৎস্য আহরণ থেকে।
মৎস্যজীবীদের সাথে কথা বলে জানা যায়, অতীতের তুলনায় হাওরে মাছ নাই বললেই চলে। সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার হাওরে পানি আসে দেরিতে। এছাড়াও মা মাছের পোনা ছাড়ার সময় প্রচন্ড গরম পড়ায় মা মাছগুলো ঠিকমতো পোনা ছাড়তে পারেনি। সব মিলিয়ে ভরা মৌসুমে হাওরাঞ্চলে মাছের আকাল দেখা দিয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জলবায়ুর বিরূপ প্রভাব আর মানবসৃষ্ট নানা কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে এসব দেশি মাছ। সেইসঙ্গে নদীর নাব্যতা হারানো এবং মৎস্য অভয়াশ্রম না থাকাতেও কমে যাচ্ছে দেশি মাছ। এছাড়া হাওর এলাকার কৃষিজমিতে মাত্রারিতিক্ত সার প্রয়োগ, অবৈধ জাল ব্যবহার ও জলাশয় শুকিয়ে নির্বিচারে মৎস্য নিধন, কীটনাশকের মাধ্যমে মাছ ধরা ও জীব-বৈচিত্র্য ধ্বংসের কারণেই দেশি প্রজাতির মিঠা পানির মাছে আকাল দেখা দিয়েছে। বর্তমানে হাওরপাড়ের মানুষ চাষের মাছের নির্ভর করায় পুকুরের চাষকৃত মাছের দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
মাছ বিক্রেতা ধীরেন্দ্র বর্মন বলেন, মাছ পাওয়াই যায় না। পুকুরের চাষ করা মাছই চড়া দামে বিক্রি করতে হয়। বাজারে পুকুরে চাষ করা মাছের দর রয়েছে পাবদা ৫০০ টাকা, শিং সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা, কারপো মাছ সাড়ে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
মাছ বিক্রেতারা আরও জানান, হাওরে মাছ না থাকায় উপজেলার বিভিন্ন এলাকাসহ উজান এলাকা থেকে পুকুরে চাষ করা মাছ এনে বেশি দামে বিক্রি করছেন তারা। অন্য মাছ না পেয়ে চাষের মাছই চড়া দামে কিনে নিচ্ছেন ক্রেতারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলায় ছোট বড় ১ হাজার ১৭৩ টি পুকুরে মাছ চাষ করা হয়। এ অঞ্চলে আগে পাঙ্গাস, রুই, কাতলা মাছই বেশি চাষ করা হতো। বর্তমানে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় পাবদা, টেংরাসহ দেশি প্রজাতির মাছ চাষ হচ্ছে। হাওরে দেশি মাছের আকাল দেখা দিয়েছে। পরিবেশ বিপর্যয়ের কারণে এবছর হাওরে পানি সময়মতো আসেনি। পানি দেরিতে আসায় মা মাছগুলো ডিম ছাড়তে পারেনি এ কারণে হাওরে দেশি মাছের আকাল দেখা দিয়েছে।সূত্র- (সিলেট টুডে)