Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরে চোখের জলের ঢেউ -মো. অাব্দুল মতিন

ঐযে দেখ সূর্য ডুবে,
বাহারি রং হাওর জলে
সূর্য ডুবার;
সেখানে বসতি অাছে,
বাহারি রং রূপ নিয়েছে
পেটের ক্ষুধার।
প্রতিচ্ছবিতে ক্ষেত ছিল,
সবুজ মাঠের হাওর ছিল
অন্ন সুখের ;
বন্যার জলে কেড়ে নিছে,
হাওর বুকের সকল ঢেউই
চোখের জলের।
লেখক: প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
শাহজালাল মহাবিদ্যালয়
জগন্নাথপুর।

Exit mobile version