Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওরে পাকা ধানের শীষ দোলছে ক্ষনে ক্ষনে বৃষ্টি ও বিজলী চমকাতে বুক কাঁপছে কৃষকের

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:; হাওরে পাকা ধানের শীষ দোলছে শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পাকা ধান গোলায় তুলতে পারছেন না। গত দুইদিন ধরে ক্ষনে ক্ষনে বৃষ্টি হচ্ছে। বড় বড় শব্দে আতংঙ্কিত হয়ে আছেন কৃষকরা। গত দুইদিনে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে। এরিপোট লেখাকালীন সময় রাত দেড় টায় বৃষ্টি হচ্ছে। বড় বড় শব্দে কৃষকরা দুশ্চিন্তায় ভূগছেন। কৃষকরা জানান, হাওরে এখন ধান কাটার পুরো ধূম পড়েছে। বৃষ্টি ও বিজলীর শব্দে কৃষকদের বুক কাঁপছে। কয়েকটা দিন রৌদ্র পাওয়া গেলে কৃষকরা নিবিঘ্নে ধান গোলায় তুলতে পারতেন। এখন পযন্ত কোন ক্ষতি না হলেও ক্ষনে ক্ষনে আসা বৃষ্টি কৃষকদের ধানা কাটার আনন্দে ব্যাঘাত সৃষ্টি করছে। কৃষকরা এখন মহান সৃষ্টিকতার নিকট আকুল প্রাথনা করছেন যাতে তাদের কষ্টাজিত ফসল গোলায় তুলতে পারেন। নলুয়ার হাওর পাড়ের কৃষক সুলেমান আলী জানান, আকাশে বৃষ্টি ও বিজলী চমকালে আমাদের বুকটা কেঁপে উঠে। রাতে আর ঘুম আসেনা। তিনি জানান, হাওরজুড়ে এখন পাকা ধান। কাটতে পারলেই গোলা ভরে উঠবে। সুখ শান্তিকে কাটতে সারা বছর।

Exit mobile version