Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওর পরিদর্শন করে রাষ্ট্রপতি এখন সুনামগঞ্জে

স্টাফ রিপোর্টার::
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হাওর পরিদর্শন করে সুনামগঞ্জে এসে পৌছেছেন। দুপুর আড়াইটায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাড মাঠে তিনি অবতরণ করেন। দুপুর ১২টায় কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে লোফ্লাইং ফ্লাইটে তিনি অকালে তলিয়ে যাওয়া হাওর পরিদর্শন করে নেত্রকোণা আসেন। সেখান থেকে তিনি আবাওর লোফ্লাইং করে সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলের তলিয়ে যাওয়া হাওর দেখে দুপুর আড়াইটায় সুনামগঞ্জ পুলিশ লাইন হেলিপ্যাডে অবস্থান করেন।
সেখান থেকে সরাসরি তিনি সুনামগঞ্জ সার্কিট হাউসে চলে আসেন। বিকেল ৫টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শিল্পকলা অডিটোরিয়ামে সুুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে সার্কিট হাউসে তিনি সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৯৭১ সনে তিনি সুনামগঞ্জের টেকেরঘাট সাব সেক্টরের যোদ্ধা ও সংগঠক ছিলেন। রাতে তিনি সার্কিট হাউসে অবস্থান করে মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

Exit mobile version