Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের খসরু সভাপতি, বিজন সম্পাদক

সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুকে সভাপতি, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়কে সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন।
শনিবার সুনামগঞ্জ শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলানায়তনে সংগঠনের প্রথম সম্মেলন এ কমিটি গঠন কর হয়।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে তিনজন এই দায়িত্ব পান। সংগঠনের বাকি পদগুলো পরবর্তীতে আলোচনার ভিত্তিতে পূরণ করা হবে।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলণের মাধ্যমে সম্মেলন শুরুর হয়। পরে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নারী নেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, রমেন্দ্র কুমার দে মিন্টু প্রমুখ।
প্রসঙ্গত, এ বছর বোরো ফসল ডুবির পর হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার, পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে সারা দেশে আলোচনায় আসে হাওর বাঁচাও সুনামগঞ্জ আন্দোলন নামের এই সংগঠনটি।

Exit mobile version