Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাজিরা খাতায় ছয় মাসের স্বাক্ষর একদিনে

ধর্মপাশা প্রতিনিধি
তিনি মাসের পর মাস কলেজে অনুপস্থিত থাকেন। ফলে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করতে পারেন না। তবে মাঝে মধ্যে কলেজে এসে একসাথে হাজিরা খাতায় যিনি কয়েক মাসের স্বাক্ষর করেন তিনি ধর্মপাশা সরকারি কলেজের দর্শন বিষয়ের প্রভাষক আফরোজ মাহবুব খান। গত ছয় মাস ধরে হাজিরা খাতায় ওই প্রভাষকের স্বাক্ষর নেই- হাজিরা খাতার এমন ছবি তুলে সরবরাহ করেছেন কলেজের একজন দায়িত্বশীল ব্যক্তি। তবে আফরোজ মাহবুবা খান দাবি করেছেন তিনি কলেজ সরকারিকরণের কাজে ঢাকায় অবস্থান করার কারণে অনুপস্থিত থাকেন। আর তিনি ছাড়াও এ কলেজের কয়েকজন শিক্ষক এমনটি করে থাকেন।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ধর্মপাশা সরকারি কলেজ গত ২০১৬ সালের জাতীয়করণ ও ২০১৮ সালের ৮ আগস্ট চূড়ান্ত গেজেট হয়। গত ১২ সেপ্টেম্বর কলেজের ৩৯ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ৩০ জনের অস্থায়ী নিয়োগ হয়। আর কলেজের কিছু শিক্ষকের মধ্যে কলেজে না এসেও পরবর্তীতে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার প্রবণতা রয়েছে। যা কলেজের অধ্যক্ষ স্বীকার করেছেন। চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত (জুন মাসের তথ্য পাওয়া যায়নি) দর্শন বিষয়ের প্রভাষক আফরোজ মাহবুব খান কলেজে অনুপস্থিত রয়েছেন। ফলে শিক্ষার্থীরা ক্লাস বঞ্চিত হচ্ছে। কিন্তু তিনি চলতি মাসের শুরুতে কলেজে এসে একসাথে হাজিরা খাতায় ছয় মাসের স্বাক্ষর করেছেন। আর ওই হাজিরা খাতার ছবি সংরক্ষণ করেছেন কলেজের দায়িত্বশীল এক ব্যক্তি।

Exit mobile version