Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাতকড়া নিয়ে পালালেন ছাত্রদল সভাপতি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
পুলিশের ওপর হামলার অভিযোগে আটক চাঁদপুর শহর ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল খান ও এক কর্মী হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন।

শনিবার বিকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকালে দলীয় কার্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ চলছিল। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এই সমাবেশে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেয়। সমাবেশ চলাকালে বিকাল ৫টার দিকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের রাস্তার ওপর থেকে সরে যেতে বলে। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

এ সময় চাঁদপুর শহর ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল হোসেন খানসহ আরও একজন ছাত্রদল কর্মীকে বিএনপি অফিসের সামনে থেকে পুলিশ আটক করে।

পরে জেলা বিএনপি অফিসের দক্ষিণ দিক মেথা রোড থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে নেতাকর্মীরা। এ সুযোগে আটককৃত দুইজন হাতকড়াসহ পালিয়ে যায়।

এসব বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্যাহ অলি যুগান্তরকে জানান, কোনো অনুমতি ছাড়া সমাবেশ করায় এবং জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমরা রাস্তার ওপর থেকে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে বলি।

ওসি জানান, বিএনপির কর্মীরা আমাদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। তখন আমরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেই।

পুলিশের হাতকড়াসহ দুজনের পলায়নের বিষয়ে তিনি জানান, এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম বলেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে আমাদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ চলছিল। পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে সমাবেশ পণ্ড করে দেয়।

Exit mobile version