Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হাতকড়া পড়ানো হলো না তাকে

টাফ রিপোর্টার
সুনামগঞ্জের প্রায় ৩ হাজার কোটি টাকার ফসল যার দায়িত্ব পালনে অবহেলায় পানিতে ডুবলো, ফসল হারিয়ে জেলার ৮ টি উপজেলার প্রান্তিক কৃষক পরিবারের সদস্যরা বাড়ী ছেড়ে কাজের সন্ধানে যাবার জন্য যিনি মূলত. প্রধানতম দায়ী, তাকে হাতকড়া না পড়িয়েই আদালতে হাজির করা হলো। অবশ্য. তাঁর সঙ্গে থাকা ঠিকাদার বাচ্চু মিয়াকে হাতকড়া পড়িয়ে
আদালতে আনা হয়েছে।
আদালত পাড়ায় উপস্থিত অনেকেই এসময় বলছিলেন,‘কেমন জামাই আদরে রুমালে মুখ ঢেকে নেওয়া হচ্ছে দুর্নীতিবাজকে’।
সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ্ খান এ প্রসঙ্গে বলেন,‘হাজত থেকে আদালতে নেবার সময়, যেই অফিসার দায়িত্ব পালন করেন, তিনি ইচ্ছা করলে হাতকড়া লাগাতে পারেন, আবার নাও লাগাতে পারেন। গুরুত্ব বুঝে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ঐ কর্মকর্তার’।

Exit mobile version