1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৮ তম বৃত্তি বিতরণ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাসাস উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ শুক্রবার থেকে শুরু টানা ৯ দিনের ঈদের ছুটি তিন হাজার নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন জগন্নাথপুরে মনসুর আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও ৪ শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ পবিত্র শবেকদর আজ জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংর্ঘষে আহত ২০ জগন্নাথপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জগন্নাথপুরে ইজমা ওয়েলফেয়ার সোসাইটির ১১তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাদিসের আলোকে শবে কদর চেনার উপায়

হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৮ তম বৃত্তি বিতরণ

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার- হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট-এর ১৮ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠান ১ ফেব্রুয়ারী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট’র সদস্য সচিব ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং মাদরা্সার সহকারী অধ্যাপক জনাব মাওলানা নিজাম উদ্দিন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্থাবীদ অধ্যাপক ফরিদ আহমদ রেজা। তিনি বলেন মানব কল্যাণমূলক শিক্ষা ধারায় কোনো বিভাজন নেই। অনেক অমুসলিমও শিক্ষার মাধ্যমে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এড মোঃ আব্দুর রহমান, লন্ডন সাপ্তাহিক সুরমা পত্রিকার এডিটর বিশিষ্ট কবি ও ছড়াকার কবি আহমদ ময়েজ, ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট কবি ও ছড়াকার সৈয়দ ওবায়দুল হল, বিশিষ্ট কবি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহনূর, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মোছাব্বির, বৃত্তি প্রাপ্ত ছাত্রী ঈশিতা দাশ (রাখী) ও মিথিলা দাস।
সভায় মেধাবৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ১ম স্থান অধিকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশিতা দাস (আখি), আলীয়া মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী মোছা. নূরুন্নেছা এবং কওমি মাদ্রাসা পর্যায়ে ১ম স্থান অধিকারী পাটলী দারুল উলুম টাইটেল মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুর রকিবকে ক্রেস্ট, সনদ ও দুই হাজার নগদ অর্থ প্রদান করা হয়।
তাছাড়া তিন স্থরের প্রতিষ্ঠানে ২য় স্থান অধিকারীদের সনদ ও নগদ এক হাজার পাঁচশত টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত আরও ২৮ জনকে সনদ ও এক হাজার টাকা করে মোট ৩৪ জনকে বৃত্তি প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদরাসার গভর্ণিং বডির সদস্য হাফিজ সৈয়দ ওযায়রুল হক, যুক্তরাজ্য প্রবাসী জনাব সৈয়দ শাহখান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা সৈয়দ মনোয়ার, সৈয়দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, ট্রাস্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য এডিএম ফখর উদ্দিন, হযরত আবু বকর সিদ্দিক রা. দাখিল মাদরাসা সুপার মাওলানা ইকবাল চৌধুরী, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান, পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, পীরেরগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম, সাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মিন্টু রঞ্জন দাশ, সৈয়দপুর মাদরাসার শিক্ষক জনাব নাজমুল হুদা, মোঃ নূরুল হক প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com