Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হিতৈষী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ওসি মাইনুল জাকির

স্টাফ রিপোর্টার:: সিলেটের জৈন্তাপুরের পানিছড়ায় হিতৈষী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সাথে সময় কাটালেন জৈন্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সদ্য সিলেট জেলার শ্রেষ্ট ওসির পুরস্কারপ্রাপ্ত ওসি খান মো. মাইনুল জাকির। মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী স্কুল পরিদর্শণে যান তিনি। এ সময় স্কুলের বাক শ্রবন প্রতিবন্ধিরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে।

স্কুল পরিদর্শণকালে ওসি মাইনুল জাকির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চকলেট, বিস্কুটসহ উপহার সামগ্রী নিয়ে যান। পরে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ কাটিয়ে তাদের লেখাপড়ার পদ্ধতিসহ নানা বিষয়ে সম্যক ধারণা নেন।

তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের দেশের সম্পদে রূপান্তর করা সম্ভব। প্রতিবন্ধীদের পাশ কাটিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সকল ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের মানচিত্র’র নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকী, স্থানীয় ইউপি মেম্বার নজির আহমদ, স্কুলের প্রতিষ্টাতা মো. জহির আলম, সিলেটের মানচিত্রের স্টাফ ফটো সাংবাদিক নিজামুল হক লিটন, শিক্ষিকা খাদিজা আলম সনি, ফাতেমা আলম প্রমা, রাহেনা আক্তার প্রমুখ।

Exit mobile version