Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৪ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনের শ্রাদ্ধ- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার::প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত ও তার একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তারা সাক্ষাত করেন।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে সৌমেন সেনগুপ্ত বলেন, আমরা ১৪ ফেব্রুয়ারি ঢাকেশ্বরি মন্দিরে বাবার শ্রাদ্ধানুষ্ঠান করবো। এবং ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে লাউঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করবো। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে ও তাকে আমন্ত্রণ জানাতেই মূলত প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি।

সাক্ষাতকালে তাদের সঙ্গে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের পুত্রবধূ রাখী সেনগুপ্ত, তার মা মায়ারানী ভৌমিক এবং সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক।

প্রধানমন্ত্রীকে এ সময় সুনামগঞ্জের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন তারা। একই সঙ্গে আগামীতে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের ভালোমন্দের দিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাক্ষাতকালে জয়া সেনগুপ্ত প্রধানমন্ত্রীকে বলেন, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে আশ্বস্থ করে বলেন, অবশ্যই যে কোন বিষয়ে আপনারা আমার কাছে আসবেন।

Exit mobile version