Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৫ দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জমা দেয়ার নির্দেশ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
আগামী ১৫ দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জমা হওয়া হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করতে পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে। আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের পর তিনি জানান, যে সব গাড়িতে এখনো হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে, ওইসব গাড়ির মালিকদের আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে। আর পুলিশ কর্তৃপক্ষকে বলেছেন, যেসব হাইড্রোলিক হর্ন জমা হবে সেগুলো ধ্বংস। গত ২৩শে আগস্ট রিট আবেদনের প্রাথমিক শুনানিতে রুলসহ আদেশ জারি করেন হাইকোর্ট। আদেশে বলা হয়, যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। এ আদেশের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছিলো। প্রতিবেদন জমা দেয়ার পরই হাইড্রোলিক হর্ন থানায় জমা দেয়ার আদেশ দেয়া হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটটি দায়ের করেছিল।

Exit mobile version