Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

১৮৯ আসনের প্লেনে যাত্রী একজনই!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::১৮৯ আসনের প্লেনে তিনি একাই যাত্রা করলেন লেখিকা ক্যারন গ্রিভি। তবে এই ঘটনা তিনি ঘটাননি।
তার অজানতেই এমন ঘটনা ঘটেছে। বরং কাউকে দেখতে না পেয়েই কৌতুহল জন্মে তার!

প্লেনে পা রাখা মাত্রই ক্রুরা বিশেষ অভ্যর্থনা জানান। বাকি যাত্রীরা কোথায়, জানতে চাইলে তাকে বলা হয়, ১৮৯ আসনের প্লেনে তিনি একাই যাত্রী। এরপরই তারা হাসতে শুরু করেন।

উড়োজাহাজটিতে যাত্রা করার জন্য আরও দুজন যাত্রী টিকিট কেটেছিলেন ঠিকই, তবে শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন তারা। ফলে একমাত্র যাত্রী হিসেবে কার্যত ভিভিআইপি বনে যান ক্যারন। ফাঁকা প্লেনস্কটল্যান্ডের বন্দরনগরী গ্ল্যাসগো থেকে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছাতে সময় লাগে সাড়ে চার ঘণ্টার একটু বেশি। পুরো যাত্রাকালে বিমান ক্রু থেকে ক্যাপ্টেন, প্রত্যেকেই তার সঙ্গে গল্পে মজে ওঠেন।

৪৬ পাউন্ড দিয়ে ‘জেট টু’ ফ্লাইটের টিকিট কেটেছিলেন ৫৭ বছর বয়সী ব্রিটিশ লেখিকা ক্যারন গ্রিভি।
দ্বীপে তার অবস্থান হবে অন্তত মাসখানেক।

গন্তব্যে নেমে অদ্ভুত এই অভিজ্ঞতার কথা টুইট করেন সেই লেখিকা।

Exit mobile version