Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক জড়িত : প্রধানমন্ত্রী

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ঘটনায় জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ওই হামলায় খালেদা জিয়া এবং তারেক রহমান জড়িত ছিলেন। এত কোনো সন্দেহ নেই।
ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে হামলায় নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে শুক্রবার শ্রদ্ধা জানানোর পর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়া যেমন জড়িত ছিল, ২১ আগস্টের ঘটনার সাথে খালেদা জিয়া ও তার ছেলে জড়িত।
হামলার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সেদিন আমরা সন্ত্রাসবিরোধী র্যারলি করতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হই। সেই হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারবিদ্ধ হয়ে পঙ্গু হন অনেকে। আমার সামনে অনেকে রয়েছে, আমার সাথে অনেকে আছে, যারা এখনো সেই স্প্লিন্টার নিয়ে চলছে।
এর আগে বিকাল ৪টা ৪০ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version