Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

২২ নাগরিকের নামে একটি হিট লিস্ট প্রকাশ করেছে আইএস

যুক্তরাজ্য প্রতিনিধি :: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ২২ নাগরিকের নাম দিয়ে একটি হিট লিস্ট প্রকাশ করেছে আইএস। এ তালিকায় ব্রিটিশ বিজনেস সেক্রেটারি সাজিদ জাভিদ, কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ার ব্যারোনেস ওয়ার্সি এবং বাঙালি ঈমাম ও ব্রডকাস্টার আজমল মাশরুরের নাম রয়েছে।
ইসলামিক স্টেইটের মুখপাত্র ম্যাগাজিন দাবিকের ১৪ নম্বর ইস্যুতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ১৩ এপ্রিল এ সংখ্যা প্রকাশ হয়। দাবিকে প্রকাশিত তালিকার প্রচ্ছদ ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ‘কিল দ্যা ঈমাম অব কুফর ইন দ্যা ওয়েস্ট।’
তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় সরকারি ও বেসরকারি বিভিন্ন পদে কর্মরত বিখ্যাত মুসলিম ব্যক্তিদের নাম রয়েছে। তাদের পশ্চিমাদের পকেটের কাফের বলে উল্লেখ করা হয়েছে।
তালিকায় থাকা নামগুলো হলো, হামজা ইউসুফ, সুহাইব ওয়াব, মোহাম্মেদ আল ইয়াকুবি, হিশাম কাবানি, ইয়াসির ক্বাদি, বিলাল ফিলিপস, পিয়ারের ভোগাল, তাওফিক চৌধুরী, ওয়ালিদ বাসাউনি, আব্দুল্লাহ হাকিম কুইক, আবু বাসির আত তার্তাউসি, মোহাম্মেদ এলিবিয়ারি, আরিফ আলি খান, রাশেদ হোসাইন, কিথ এলিসন, হুমা আবেদিন, মোহাম্মদ আব্দুল বারি, সাঈদা ওয়ার্সি, ওয়াকার আজমি, সাজিদ জাভিদ, আজমল মাশরুর

Exit mobile version