1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

২৮তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জগন্নাথপুরের সামী

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৫–২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী (পুলিশ)। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেলের ছেলে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ (প্রশাসন)।

ছয় সদস্যের এই নির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক পদটি বাদে বাকি পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার ডা. আসিফ রাশেদ (স্বাস্থ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর সম্মতির ভিত্তিতে এবং একজন প্রার্থীর উপস্থিতিতে পাঁচজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের সরাসরি গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহসভাপতি–১ মো. শরিফুল ইসলাম (কৃষি),
কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা (স্বাস্থ্য),
যুগ্ম সাধারণ সম্পাদক–১ তৌফিক শফিকুল ইসলাম (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস),
এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (গণপূর্ত)।
সভাপতি আবু সাঈদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে এবং সাধারণ সম্পাদক মল্লিক আহসান উদ্দিন সামী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
সদ্য নির্বাচিত সভাপতি আবু সাঈদ বলেন, ২৮তম বিসিএস ব্যাচের সামগ্রিক স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের চাওয়া-পাওয়া, সুবিধা–অসুবিধা নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাব।
এ ছাড়া সহসভাপতি–১ মো. শরিফুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পে অতিরিক্ত উপপ্রকল্প পরিচালক (মনিটরিং) হিসেবে কর্মরত।
কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিট্রিও রেটিনা বিভাগে সহকারী অধ্যাপক।
যুগ্ম সাধারণ সম্পাদক–১ তৌফিক শফিকুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক (অডিট অ্যান্ড পেনশন)।
এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com