Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৩ জনের পেটে ১১৬ প্যাকট ইয়াবা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পলিথিনে মোড়ানো ছোট ছোট ১১৬টি প্যাকেট। প্রতিটিতে ৫০টি করে ইয়াবা বড়ি। গন্তব্য কক্সবাজার থেকে ঢাকা। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেয় তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট ও সদরঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তাঁরা।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়ার আবদুস সালাম, নুর মোহাম্মদ ও শমশের আলী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, আসামিরা ইয়াবাভর্তি ছোট ছোট প্যাকেট কলার মধ্য দিয়ে গিলে ফেলেছিলেন। গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় পেট থেকে একে একে ১১৬টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। তিনজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৮০০ ইয়াবা বড়ি। ঢাকায় গিয়ে এগুলো বের করে বিক্রির কথা ছিল বলে তাঁরা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি এবং আরেকজনকে আসামি করে সদরঘাট থানায় পৃথক মামলা হয়েছে।

Exit mobile version