Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

৪৫ বছরপর লহরীগ্রামে রথযাত্রা পালিত

স্টাফ রিপোর্টার:: স্বাধীনতার ৪৫ বছরপর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রামবাসী প্রথমবারের মতো উৎসাহ উদ্দীপনায় ফেরা রথ উৎসব পালন করেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, লহরী গ্রামে হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎযাপনের প্রাচীন ঐতিহ্য ছিল। রথবাড়ী নামে ১৬ কেদার জমি ও জগন্নাথ জিউড়ঃ আখড়া ছিল। স্বাধীনতা সংগ্রামের সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন দেশ ছেড়ে চলে গেলে সমস্ত সম্পত্তি বেদখল হয়ে যায়। কয়েক বছর ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন লহরী গ্রামের গাছ তলায় ছোট একটি টিনশেড ঘর নির্মাণ করে দেবকার্য চালিয়ে আসছে। দীর্ঘ ৪৫ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের লহরী গ্রাম থেকে রথ নিয়ে জগন্নাথপুর- বিশ্বনাথ সড়েকের উপর দিয়ে বিশ্বনাথের মিয়ার বাজার রাস্তা পর্যন্ত রথ টানা হয়। এর আগে দুপুর ২টায় স্থানীয় জগন্নাথ জিউর আখড়া কমিটির সভাপতি কালী রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও দ্বীপক দেবনাথের পরিচালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বৈষ্ণব রায় আখড়ার উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল দে, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব, বিশ্বনাথ দশঘর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মানিক, বিশিষ্ট ধর্মানুরাগী পিযুষ কান্তি রায় কালা, জগন্নাথপুর পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হীরা মোহন দেব, বিশ্বনাথ পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ডঃ বিভাংশু গুন বিভু, সদস্য নন্দ লাল বৈদ্য, জীতেন্দ্র গোস্বামী সাংবাদিক গোবিন্দ দেব, শিক্ষক সন্টু কান্তি দে, যুবলীগ নেতা আব্দুল আহাদ দোলন। স্বাগত বক্তব্য রাখেন লহরী জগন্নাথ জিউড় আখড়ার পরিচলানা কমিটির সাধারণ সম্পাদক জিতেন দেবনাথ। ফেরা রথ টানা উৎসবের সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ, বিশ্বনাথ ও জগন্নাথপুরের পুলিশ বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Exit mobile version