Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘৭৯ থেকে ১৮ মহিরুহের পতন’ ফুলেল শ্রদ্ধায় মানস রায় চীরবিদায়

স্টাফ রিপোর্টার:: ১৯৭৯ থেকে ২০১৮ মহিরুহের পতন শ্লোগানে শ্লোগানে ফুলে ‍ুফুলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জগন্নাথপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায় কে চীরবিদায় জানালো জগন্নাথপুরবাসী। শনিবার বিকেল সাড়ে ৫টায় জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাকে এক নজর দেখতে ভীড় জমান। জগন্নাথপুরের উদীচী শিল্পী গোষ্ঠী ও খেলাঘর আসর,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা ছাত্রলীগ নেতা সাংস্কৃতিক কর্মী আব্দুল মুকিত এর সঞ্চলনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা,সাংস্কৃতিককর্মী,নাট্যকর্মীরা তাকে শেষ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন প্রয়াতের সহযোদ্ধা দিলওয়ার হোসেন,পরিতোষ চক্রবতী শিবু,বিশিষ্ট মুরব্বী আব্দুল হামিদ,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু,পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,সাধারণ সম্পাদক প্রনব কুমার বণিক,মানস রায়ের ভাই ছড়াকার মাধব রায়,ছেলে দেবু রায় মেয়ে শ্বাশতী রায়,শান্তিরায়,স্ত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে পৌর মহাশশ্মানঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টায় তাঁর শেষ কৃত্যানুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য মানস রঞ্জন রায় ৭৯ সাল থেকে জগন্নাথপুর উপজেলার সাংষ্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর লেখা ও নির্দেশনায় জগন্নাথপুরের অনেক নাটক বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। বাংলাদেশ বেতারের নিয়মিত তাঁর নাটক প্রচারিত হয়। সামাজিক ও সাংষ্কৃতিক কর্মকান্ডে তাঁর অবদান জগন্নাথপুরের মানুষ দীর্ঘদিন মনে রাখেবে।

Exit mobile version