1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
৮ নভেম্বর বৃটিশ বাংলাদেশী হুজহু‘র ১৩ তম প্রকাশনা এবং এওয়ার্ড অনুষ্ঠান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ভালো কাজে সহযোগিতার নির্দেশনা জগন্নাথপুরে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১ আগস্ট পর্যন্ত এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা বড় জয়ে সেমিফাইনালে সারাদেশে ইন্টারনেট-সেবা বিঘ্নিত ঢাকার বাড্ডায় শিক্ষার্থী-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেটে আহত ১০ কোটা নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন, শান্তিগঞ্জে সড়ক অবরোধ

৮ নভেম্বর বৃটিশ বাংলাদেশী হুজহু‘র ১৩ তম প্রকাশনা এবং এওয়ার্ড অনুষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

 
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৩তম আসর। প্রতিবারের মতো ৮ই নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে হুজহু‘র এবারের আয়োজন। এ উপলক্ষ্যে গত ৩১শে অক্টোবার সোমবার  পূর্ব লন্ডনের এল এম সির সেমিনার রুমে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহু‘র প্রতিষ্টাতা আব্দুল করিম গণি। তিনি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু‘র ২০২২ সালের এই প্রকাশনায় বরবারের মতো স্থান পেয়েছে রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে  সফল বৃটিশ বাংলাদেশীরা।
তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু‘র এটি ধারাবাহিক  প্রয়াস এটি। প্রকাশনার দীর্ঘ বারো বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান  ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, হুজহু‘র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে বৃটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝড়ানোর গল্প ধারাবাহিকভাবে  লিপিবদ্ধ করে আসছি । এসময় তিনি জানান , এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাই প্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।
এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট,  ইমপ্রেস মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড , ইভেন্ট পরিচালনায়  পার্ল এডভারটাইজিং  এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে – হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ।
 
  স্পন্সরে রয়েছে – প্রাইম এস্টেট এজেন্ট, রোজেনবার্গ ফাইন্যান্সিয়াল সার্ভিস, ড্রিম স্পা , লন্ডন টি এক্সচেঞ্জ , এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি, এ এইছ এন্ড জেড লিমিটেড, এন আর বি  হলিডে রিসোটর্স জেএমজি এয়ার কার্গো, ব্লুস্টোন ফাইন্যান্স ,  এপেক্স একাউন্টেন্সী , পার্পল আই, ইউরোশিয়া ফুড সার্ভিস, ইউনি সফট  ।
 
এছাড়া আরো সহযোগিতায় রয়েছে – ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট,  সিটিগেইট একাউন্টেট, ইভকো, মীরা গার্ডেন হোটেল , এপিজি প্রপার্টি ম্যানেজম্যান্ট,  ব্রিট বাজার , এবল কেয়ার, প্রিয়, ইভারেড কন্সট্রাকশন এবং রেসকিউ এইড।
 
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রান্ডের ফাহমিনা চৌধুরী, চ্যানেল এস ব্যবস্থাপনা পরিচালক তাজ চৌধুরী, জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, প্রাইম এস্টেট এজেন্ট এর পরিচালক- কাজী আরিফ,  , লন্ডন টি এক্সচ্যান্স এর সি ই্ ও- আলীউর রহমান , হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ফান্ডরাইজিং ম্যানেজার – খাইরুল শাহেদ , রোজেনবার্গ ফাইন্যান্সিয়াল সার্ভিস এর পরিচালক- আবু রাফিয়ান , এসিসি ট্যাক্স কন্সালট্যান্সি এর ম্যানেজিং ডিরেক্টর- তপন সাহা ।
 
এসময় হুজহু এর পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিষ্টার আনোয়ার বাবুল , সোয়েব কবীর, আহাদ আহমেদ,  ফারুক মিয়া এমবিই, সাজিয়া আফরিন চৌধুরী, মোহাম্মদ আলী , কয়েস উদ্দিন ও তানভীর হাসান উপস্থিত ছিলেন।
বৃটিশ বাংলাদেশী হুজহু‘র নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলা মিডিয়ার সকল টিভি ও সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
  বি দ্র: আপনাদের জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ এর কারনে আমরা বিগত দুই বছর হুজহু‘র প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করতে পারি নাই । 
 প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com