Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার কারণ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

’গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ স্লোগান কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় বিআরটিএ ও সড়ক বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অসীম চন্দ্র বণিক।
বিআরটিএ মোটরযান পরিদর্শক সফিকুল ইসলাম রাসেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, নিরাপদ সড়ক চাই সভাপতি মুহিম তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর শামছুল আলম।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের রাস্তা-ঘাটের মান এক সময় অনেক খারাপ ছিল, কিন্তু এখন আর সেরকম নেই। রাস্তাঘাটের মান আগের তুলনায় অনেক ভাল হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে সরকার রাস্তাঘাট নির্মাণে অনেক বেশি বাজেট দিয়ে থাকেন। নিরাপদ সড়ক নির্মাণে আন্তঃজেলার রাস্তাঘাট, বড় বড় ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
বক্তারা বলেন, অল্প দক্ষ বা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। লাইসেন্স নেই অথচ গাড়ি চালাচ্ছেন এমন ব্যক্তির সংখ্যাও কম নয়। গাড়ির চালকরা দক্ষতার সাথে গাড়ি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো যাবে। তাই দক্ষ চালক তৈরি করা যেমন জরুরি, তেমনি দরকার আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। বক্তারা বলেন, ট্রাফিক সিগন্যাল মানতে হবে।
সুনামগঞ্জ পুলিশের র‌্যালি
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে র‌্যালি করেছে সুনামগঞ্জ পুলিশ। শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো.আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, সুনামগঞ্জ পুলিশের টিআই (প্রশাসন) শামসুল আলম প্রমুখ।

Exit mobile version