Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-সব প্রেম মিশে মাটিতে

সব প্রেম মিশে মাটিতে

অধ্যক্ষ মো. আব্দুল মতিন

মাটির নীচে শায়িত প্রিয়জনের ক্ষয়।কঙ্কাল। কত বছর হলো দেখা নেই! পৃথিবীর সব প্রেম মাটিতে মিশে।উর্বর করে স্মৃতির মাঠ।কৃষাণীর নিযুত অপেক্ষা ফলায় মাঠ ভরা উল্লাস। তার পর বুড়ো হয়
কৃষক।কৃষাণীও। ফসল ফলায় সন্তান।
মাটির জন্য টান বাড়ে কৃষক দম্পতির ।
নৈঃশব্দে বিদায়। চোখের জল। শুষে নেয় মাটি।
এ জীবনের সব সুখ- দুঃখের অাদি নিবাস ।
চেতনার শিঁকড়। ক্ষমতাবান ডাইনোসরের কঙ্কাল ও মাটিতে। শত,সহস্র সভ্যতা গিলে খেয়েছে ।
মানুষ খোঁজে পুরনো সভ্যতা। প্রত্নতত্ত্বের সুখে।
একদিন যারা গড়েছিল সংসার।সমাজ। তাঁদের গায়ের রং মিশেছে মাটিতে। ব্যবহার্য জিনিস? মাটি রেখেছে যতনে। শুধু খেয়েছে স্মৃতির মানুষের মাংস,রক্ত,ঘাম,মগজ। দামী পারফিউম। নদীর জল গিলেছে । দান করেছে বালুময় বেদনা।
পুঁজিবাদ মানুষের চাহিদা নির্ধারন করে।নির্ধারণ করে
মানুষের সুখ। শোষণ। মাটি নির্ধারণ করে অর্জিত কামনার মেয়াদ । সব স্মৃতি নিয়ে দেয় জলের চোখে।

Exit mobile version