Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-মিছিল হবে মিছিল

মিছিল হবে,মিছিল

আব্দুল মতিন

মিছিল হবে, মিছিল।
বধ্যভূমির শায়িত জনের; রক্তের শুদ্ধ মিছিল।
লাশের পাহাড় জেগেছে আজ; সন্ধ্যা পরে
আসবে তাঁরা, ডাক দিলে আজ সাহস মিলে;
দক্ষ মাঝি পাল তুলেছে; মিছিল হবে, মিছিল।

সাত কোটি নয় ,সতের কোটির বজ্র নিনাদ;
এগিয়ে চলো স্মৃতির মিনার।
এই শীতে আজ হিম লাগেনা ; একাত্তরের আগুন নিয়ে; মিছিল হবে,মিছিল।

শহীদ রুমি মাকে ডাকে ; মা এসেছে কবর থেকে রক্ত বৃষ্টি মাথায় নিয়ে খোকার টানে। লক্ষ মায়ের আহাজারি ভুলিয়ে দিতে ; মিছিল হবে,মিছিল।

আজকে যারা ফন্দি করে,সন্ধি করে ; রুখতে হবে
কঠোর হাতে। বঙ্গবন্ধুর কন্ঠ নিয়ে এগিয়ে চলো; মিছিল হবে,মিছিল।

[]কবি,প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,শাহজালাল মহাবিদ্যালয়, জগন্নাথপুর,সুনামগঞ্জ[]

Exit mobile version