Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা- নৈঃশব্দ্যে আছি বজ্রপাতের শব্দে

নৈঃশব্দ্যে অাছি বজ্রপাতের শব্দে

মো.আব্দুল মতিন,

আলেকজান্ডার পুশকিনের
‘শিরানামহীন কবিতা’র মতো
কোন কিছু বলার অাগেই
বজ্রপাত মৃত্যুর ঘণ্টা বাজাও
জ্বলন্ত কয়লা ছুড়ো এলোপাথাড়ি!
শান্তপ্রকৃতিতে কিমজংউনের প্রস্তুতি!
ঘরপোড়া গরুর অাতঙ্কের মতো
কেঁপে উঠে মানুষের বুকে |

নলুয়ায়হাওরে উড়ে যায় শব্দের বহর
ডাউকা,ঢালিয়ার জল থরথর কাপে ভয়
মেঘের দল কবিকে ভাবায়না আজ
জোৎস্নাবিলাসী রাতের অাসর পন্ড হয়,
বজ্রাঘাতে নিহত খোকার খবরে ছুটেন মা
অবচেতন মনে ছেলেভেবে বজ্র নেন কোলে!
পাষাণ বজ্রপাত!কি এমন অভিশাপ?
তোমার অাস্ফালন অাজ এতো তুঙ্গে?

Exit mobile version