Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-পরশিজলে হাসি আনমনে

পরশিজলে হাসি আনমনে

কবি মো.আব্দুল মতিন,

পাথরের পৃথিবীর মাঝদিয়ে

বয়ে যাওয়া খড়স্রোতা সংসার নদী,

দাম্পত্যে শায়িতা মানবীর বুকছিড়ে

বয়ে যাওয়া ঊর্মিমালার পাশেই

জীবনের বসতি। দিনশেষে খুঁজি নুরী;

আদিম পাথরের উত্তরসূরি!

হোমো স্যাপিয়েন্স ধরা দেয় ;

সবুজাভ প্রকৃতির টানে।

কোটি বছরের সমুদ্রের কষ্ট;

পান করি আয়োডিন নামে।

দেবতা ‘অ্যাপেলোর’ মন্দিরের

পুজা কী থেমে গেছে?

‘হিপোক্রেটস’ এর ‘কসদ্বীপ’ কই?

লাইসিয়ামে পড়তে চাই ;জীবনের পাঠ।

আমি ত্রিনয়নে, পরশিজলে হাসি আনমনে;

কিশোরী বিকেলের রোদে।

Exit mobile version