Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ আব্দুল মতিনের কবিতা-সুখের অসুখ

সুখের অসুখ

মো.আব্দুল মতিন,

সুখের অসুখ হয়
নির্ঘুম রাতের জমিনে
অার্তনাদের ফসল দেখে
সুখীরা যখন লাফায় ;

চন্দ্র,সূর্যের মনে
কালোগ্রহণ লাগে!
আলোহীন ঘরের মা
বড় ভয় পায় |

ক্ষমতার অসুখ হয়
বন্দুক তাক ধরে,
সত্য দাবির মিছিলে
লুঠিয়ে পড়ে লাশ;

অর্থের অসুখ হলে
সুখ খুঁজে মিথ্যায়,
অসুরে সুর মেলায়
মেকি হয় বিলাস|

Exit mobile version