Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অধ্যক্ষ মো.অাব্দুল মতিনের কবিতা- তুমি দূরে গেলে

তুমি দূরে গেলে
অধ্যক্ষ মো.অাব্দুল মতিন,

তুমি দূরে গেলে,
কাতর কাকের মতো
অশ্রু বিয়োগ ঘটে,
কালো মনে শোকে ;

একপলক উদাও হলে
চাঁদশূন্য,সূর্যশুন্য অাকাশ
অস্তিত্বহীন এই অামি
খানিক চলা দূরে।

কতদূর গেলে তুমি,
শুন্যে দিব পাড়ি
না ফেরার দেশে
একটু রেখো মনে?

♦ লেখক: মো.অাব্দুল মতিন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
শাহজালাল মহাবিদ্যালয়
জগন্নাথপুর,সুনামগঞ্জ।

Exit mobile version