Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অনেকেই গা ঢাকা দিয়েছে, অনেককেই নজরদাড়িতে রাখা হয়েছে: কাদের

চলমান অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ণ ও মাদকের চক্রকে ভেঙে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। যে-ই অপরাধ করুক না কেন, ছাড় দেওয়া হবে না।

সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অনেকে তো গা ঢাকাও দিয়েছে, কাজেই এদের খুঁজে বের করতে হবে। অনেককে নজরদারিতে রাখা হয়েছে। হয়তো অনেকে নিজেকে আড়াল করে রেখেছে, খোঁজা হচ্ছে ছাড় দেয়া হবে না।’

সম্রাট গা ঢাকা দিয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা জানি না, কে গা ঢাকা দিয়েছে। পুলিশ কর্তৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী তারা অনেককে খুঁজছেন, যারা গা ঢাকা দিয়েছেন, ধরা পড়বেই, কোথায় যাবে, অপরাধ করে তারা কোথায় যাবেন?’

মন্ত্রী বলেন, এসব বিষয়গুলো এতদিন অন্ধকারে ছিল, পুলিশ কেন দেখেনি, নেতারা কেন দেখেনি। নেতাদের দেখানোর জন্য তো সাংবাদিকরা আছে। আপনারা তো ক্যাসিনো সম্র্রাজ্যের অনুসন্ধানী রিপোর্ট তো কেউ করেননি। আমাদের তো দেখিয়ে দেবেন আপনারা, সাংবাদিকরাই চোখ খুলে দেবে। আপনাদের রিপোর্ট দেখে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, মিডিয়াকে স্বীকার করতে হবে আপনাদেরও এটা কাজ, বেটার লেট দ্যান নেভার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে বিমানবন্দরে তাঁর সঙ্গে কথা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী বলে গেছেন, তাঁর দেশে অনুপস্থিত থাকার সময়ও এই অভিযান চলবে। এখানে আপস বা ছাড় দেওয়ার প্রশ্নই নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গডফাদার হোক, মাদকে বা দুর্নীতিতে যে-ই জড়িত থাকুক, যে-ই টেন্ডারবাজি করবে, সরকারি দল হলেও ছাড় দেওয়া হবে না।’

সুত্র-মানব জমিন

Exit mobile version