Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফাঁস দিয়ে হত্যা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আবারও শরীয়তপুরের জাজিরা উপজেলা নাওডোবা উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামে স্বামী নুরুল আমিন সেক যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ৪ দিনে শরীয়তপুরে ৩ গৃহবধূ যৌতুকের বলি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করলেও পৃথক দুটি ঘটনায় দুজন ঘাতক স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে। আরও একটি মামলার প্রক্রিয়া চলছে। জানা গেছে, জাজিরা নাওডোবা উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামের নিহত রেশমা বেগমের ভাই ইয়ার হোসেন হাওলাদার জানান, মাত্র ১১ মাস আগে জাজিরা উপজেলার উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামের আবুল হাসেম সেকের পুত্র নুরুল আমিন সেকের সঙ্গে মাদারীপুর জেলার শিবচর ইউসুফ ঢালি কান্দি গ্রামের বাদশা হাওলাদারের কন্যা রেশমা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা-মা ২ লাখ টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার যৌতুক দেয়। বিয়ের পর কিছু দিন সুখে-শান্তিতে দিন কাটলেও রেশমার স্বামী নুরুল আমিন টাকায় নেশা কিনে খরচ করে আবারও স্ত্রীকে টাকার জন্য চাপ দেয়। স্ত্রী টাকা দিতে সম্মতি না হওয়ায় মাঝে মধ্যে তাকে মারধর করত। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশ হয়েছে। এরপর ও সে ক্ষান্ত হয়নি। ঘটনার দিন রোববার রাতে নুরুল আমি রেশমাকে তার বাপের বাড়ি থেকে টাকার আনার জন্য চাপ দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত গভীর হলে আশপাশের লোকজন ঘুমিয়ে পড়ে। এসময় নেশাখোর স্বামী নুরুল আমিন তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে বিছানায় রেখে পালিয়ে যায়। সোমবার সকালে ঘুম থেকে জেগে ঘরের লোকজন রেশমার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে নুরুল আমিনকে খোঁজাখুঁজি করে তার মোবাইল বন্ধ পায়। এরপর নুরুল আমিনের বাবা হাসেম সেক, ভাই নুরুল হক বাড়ি থেকে পালিয়ে যান।

Exit mobile version