Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অবশেষে ভবেরবাজার-সৈয়দপুর-নয়াবন্দর- গোয়ালাবাজার সড়কে কাজ শুরু

সৈয়দ মোস্তাক. সৈয়দপুর থেকে:: অবশেষে ভবেরবাজার-সৈয়দপুর-নয়াবন্দর গোয়ালাবাজার সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। সড়কটির দুরবস্থায় উপজেলাবাসী দীঘদিন দলে সীমাহীন দুভোগে ভূগছিলেন। সংষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছু স্বস্থি এসেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রায় চার কোটি টাকা ব্যয়ে সড়কের কাজ বাস্তবায়ন করছে। ইতিমধ্যে মন্ত্রী এম এ মান্নান সড়কের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন। তারপরও কাজ শুরু না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। সড়কের কাজের দায়িত্বে সুনামগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটার সজিব রঞ্জন দাসের পার্টনার সৈয়দ মাছুম আহমদ এ কাজের তদারকি করছেন। মাছুম আহমদ জানান, সড়কের কাজ শুরু হয়েছে। আমরা জনসাধারণের ভোগান্তি লাঘবে যত তাড়াতাড়ি সম্ভব সড়কটির সংস্কার কাজ শেষ করতে চাই।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান জানান, গুরুত্বপূর্ণ ওই সড়কের কাজ শুরু হওয়ায় পুরো ইউনিয়নবাসীর মধ্যে অন্যরকম স্বস্থি এসেছে। তিনি জানান,উপজেলার দুটি ইউনিয়নের মানুষ বেশ কিছুদিন ধরে সীমাহীন কষ্টে ভূগছিলেন। তিনি আশা করেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঠিকাদাররা দ্রুত সঠিকভাবে কাজ শেষ করবে। জগন্নাথপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আমরা কাজের সার্বক্ষনিক তদারকি করব। যাতে সুষ্ঠভাবে সঠিক সময়ে কাজ শেষ করা যায়।

Exit mobile version