Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অভিমান ‘ভেঙেছে’ সিলেট ছাত্রদলের

কামরুল ইসলাম মাহি, সিলেট : কিছুদিন আগেও সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে বিবদমান দ্বন্ধের বিষটি নিয়ে চিন্তিত ছিল দলের হাই কমান্ড। এবিষয়টি মীমাংসা করার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উদ্যোগ নিয়ে ব্যর্থ হন। কমিটি প্রত্যাখান করে দলের বিরাট একটি অংশ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ না করার সিদ্ধান্তও নিয়েছিল। এমনকি নির্বাচনে এর প্রভাব ফেলতে পারে এমনটাই ধারণা করছিলেন দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।
তবে সব মান-অভিমান ভুলে গিয়ে কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া বিদ্রোহী নেতারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে কাজ করছেন।
সম্প্রতি জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এর পরই জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন ঘোষিত কমিটির ৯ নেতা। নিজেদের যৌক্তিক দাবী নিয়ে সিটি নির্বাচন থেকে অকেটাই দূরে ছিলেন তারা ।
এ নিয়ে ১৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকায় বিদ্রোহী ও পদবঞ্চিত নেতাদের নিয়ে বৈঠক করেন। মুলত তার আশ্বাসেই অভিমান ভুলে বিদ্রোহী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে সিলেট ‘ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপাতি আবু ইয়ামিন চৌধুরী জানান, কেন্দ্র থেকে আমাদের আশ্বস্থ করায় দাবী-দাওয়া থেকে সরে এসে আমাদের প্রাণের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।

Exit mobile version