Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অমর একুশে বইমেলায় আজ বাংলা একাডেমির মূল মঞ্চে মূল প্রবন্ধ পড়বেন লোকসংস্কৃতির গবেষক সুমনকুমার দাশ

স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার বেলা চারটায় ঢাকায় চলমান অমর একুশে বইমেলায় বাংলা একাডেমির মূল মঞ্চে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন লোকসংস্কৃতিবিষয়ক গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ। তাঁর প্রবন্ধের বিষয় : ‘উকিল মুন্সী, রশিদ উদ্দিন ও বারী সিদ্দীকী : নেত্রকোনার ত্রিরতœ’। সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক নূরুল হক। সম্প্রতি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জমান খান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে এ সেমিনারে মূল প্রবন্ধ পড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য,
সুমনকুমার দাশের জন্ম সুনামগঞ্জের শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। সম্পাদনা করছেন ‘দইয়ল’ নামের গানের একটি ছোটোকাগজ।তিনি প্রথম আলোর সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

Exit mobile version