Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশে নয়াবন্দর-কাঠাঁইলখাই সড়কে সংস্কার কাজ শুরু

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের ভবের বাজার-নয়াবন্দর-কাঠাঁইলখাই সড়কে স্থানীয় সংসদ সদস্য এম,এ মান্নানের নির্দেশে জরুরি ভিত্তিত্বে ৭ লাখ টাকার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এ সংস্কার কাজ শুরু হয়েছে।
বুধবার সংস্কার কাজ পরির্দশন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুরের এলজিইডি/র সহকারী প্রকৌশলী আব্বাস উদ্দিন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, আশারকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন, ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান রাসেল, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্রলীগ নেতা সায়েম কবির।

সুনামগঞ্জের এলজিইডি’র সহকারী প্রকৌশলী ইব্রাহিম আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান মহোদয়ের নির্দেশে আমরা এলজিইডি’র অর্থায়নে ৫ লাখ টাকার সংস্কার কাজ শুরু করেছি। পাশাপাশি উপজেলা পরিষদের উদ্যোগে আরো ২ লাখ টাকার কাজ হচ্ছে।
এসড়কের সংস্কার কাজ আইনি জটিলতায় আটকে আছে। আগামী রোববার উচ্চ আদালতে ঠিকাদারের দায়েরকৃত মামলার শুনানি হবে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশ অনুয়ায়ী এলজিইডি ও উপজেলা পরিষদের তহবিল থেকে মোট ৭ লাখ টাকার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত বছর জগন্নাথপুর-ভবেরবাজার-নয়াবন্দর-কাঁঠালখাইড়-গোয়ালাবাজার সড়কে চার কোটি টাকা ব্যায়ে সংষ্কার কাজ বাস্তবায়নের দায়িত্বপায় সজিব রঞ্জন দাসের ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে ওই কাজ সাবকন্ট্রাক এনে আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুম আহমদ। কিছু অংশে কাজ করার পর ঠিকাদার কাজ বন্ধ করে দিয়ে দেন। এ সড়কের সংস্কার আইনি জটিলতায় আটকে আছে।

Exit mobile version