Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান শুধু মন্ত্রী নন কবিও!

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এতদিন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সমসাময়িক বিষয় নিয়ে ছড়া পড়তেন। গতকাল কবিতা আবৃত্তি করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, স্থপতি ইয়াফেস ওসমান গতকাল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়া, খালেদা জিয়ার কেককাটাসহ আরও একটি বিষয়ে ছড়া পড়েন। ইয়াফেস ওসমানের পর পরই এম এ মান্নান একটি কবিতা পাঠ করেন। ইয়াফেস ওসমানের ছড়া শোনার পর অর্থ প্রতিমন্ত্রী বলেন, আপনাকে (ইয়াফেস ওসমান) সব সময় একা ছেড়ে দেয়া যাবে না। এরপর তিনি আয়কর ও ঘুষ নিয়ে নিজের একটি কবিতা পড়ে শোনান। অর্থ প্রতিমন্ত্রীর কবিতা মন্ত্রিসভার সদস্যদের বেশ আনন্দ দিয়েছে। একজন মন্ত্রী জানান, ইয়াফেস ওসমান সব সময় ভাল ছড়া লেখেন। কিন্তু অর্থ প্রতিমন্ত্রীর কবিতা শুনে মনে হলো তিনিও কম যান না। যদিও কবিতা লিখতে ও বলতে পারাটা একটি বিশেষ গুণ। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নিয়মিত কবিতা পাঠ করে থাকেন মন্ত্রিসভাসহ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে। এজন্য তিনি ‘সভা কবি’ হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। আর এবার কবি হিসেবে পরিচিতি পেলেন মন্ত্রী এম এ মান্নান।

Exit mobile version